মেধার বিকল্প কোটা হতে পারে না: সাবেক আইনমন্ত্রী মতিন খসরু
সংবাদ বাংলা: সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, চাকরি কিংবা যে কোন প্রতিযোগিতায় কোটার চেয়ে মেধাকে এগিয়ে রাখতে হবে, কারন মেধার বিকল্প কোটা হতে পারে না। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘এসো সবাই দলে দলে, চলো ভাসি গোমতীর জলে’ স্লোগানকে সামনে রেখে নবীনবরণ, মেধা বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ।
মতিন খসরু আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সম্প্রতি উচ্চ আদালত ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আইনি নির্দেশনা দিয়েছে অচিরেই আশা করা যায় ছাত্র সংসদ বিষয়ক একটা সমাধান হবে। তিনি আরো বলেন, এসময় নবীনদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের মেধা শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে তাদের সব সময় দুরে থাকতে হবে।
কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলী হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নবীনদের শুভেচ্ছা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সরকারের উচ্চপর্যায়ের প্রতি দাবি রেখে বলেন কুমিল্লার যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করতে হবে। এছাড়াও কুমিল্লায় যে পরিত্যাক্ত বিমানবন্দরটি রয়েছে সেটি আবার পুনরায় চালু করার জন্য বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ মোঃ জয়নুল আবেদিন রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ইসরাফিল।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment