মোগুলে সহ-প্রযোজনায় আমির

সংবাদ বাংলা: মোগুল-দ্য গুলশান কুমার স্টোরি সিনেমার ‘মোগুল’-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে এখন। টি-সিরিজ সঙ্গীত লেবেল (সুপার ক্যাসেটেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড) এবং বলিউড প্রযোজক গুলশান কুমারের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত ছবির প্রযোজনার কাজে গুলশনের ছেলে ভূষণকুমারের সঙ্গে যোগ দেবেন আমির খানও। তবে মিস্টার পারফেকশনিস্ট প্রথমেই চান, চিত্রনাট্য যতটা লেখা হয়েছে, সেটা বেশ খানিকটা বদলে ফেলতে। চিত্রনাট্যকার সুভাষ কপূরকে তিনি নির্দেশ দিয়েছেন, গুলশনকুমারের সঙ্গে অপরাধ জগতের যোগাযোগের কথা সম্পূর্ণ বাদ দিতে। আমিরের মতে, গুলশনের সাফল্যের দিকে মনোযোগ দিলেই বরং বায়োপিকটি সফল হওয়ার সম্ভাবনা থাকবে।
প্রথম জীবনে গুলশন ফলের রস বিক্রেতা ছিলেন। সেই জায়গা থেকে ক্রমশ তাঁর উত্থান এবং বৃহত্তম মিউজিক কোম্পানির মালিক হয়ে ওঠার গল্পটাই দর্শকের কাছে অনুপ্রেরণা খুঁজে পাওয়ার কারণ হবে বলে মনে করেন আমির। সেখানে অপরাধ জগতের দিকটা যত পারা যায় কম রাখতে হবে, এমনই শর্ত তাঁর। ভূষণও মেনে নিয়েছেন আমিরের মতামত। হাজার হোক, মিস্টার পারফেকশনিস্ট বক্স অফিসের কথা খেয়াল রেখেই যে সিদ্ধান্তে পৌঁছন, সে কথা তো তিনিও জানেন!
There are no comments at the moment, do you want to add one?
Write a comment