যত দ্রুত কোটা সংস্কার, ততই মঙ্গল
অধ্যাপক মো. আখতারুজ্জামান: কোটা সংস্কারের বিষয়ে সরকার যত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে, ততই মঙ্গল। কোটা সংস্কারে যত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের উচ্চ পর্যায়ে ‘জোর দাবি’ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকরাও শিক্ষার্থীদের ‘ন্যায্য দাবিতে’ সংহতি জানিয়েছে। আমাদের ছেলেরা রাস্তায়। আমি কোটা সংস্কারের প্রতি সংহতি জানাচ্ছি। সরকারকে আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে ফিরে আসে।
আমি এ দাবিকে যৌক্তিক দাবি বলে মনে করি। যত দ্রুত এই দাবি পূরণ করে কোটা সংস্কার করা যাবে, শিক্ষার্থীদের মধ্যে প্রশান্তি ফিরে আসবে। কোটা সংস্কারের দাবি বিবেচনা না করে সিদ্ধান্ত প্রলম্বিত করা হলে শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি পাবে। ৭ মে যেহেতু সংস্কারের কথা বলাই হয়েছে, সেজন্য যত দ্রুত সংস্কার করা হবে ততই ভাল। এটি একটি যৌক্তিক দাবি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসন আন্দোলনের বিপরীতে অবস্থান নিয়েছে বলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে, যা সঠিক নয়। কোটা সংস্কার এমনই একটি যৌক্তিক দাবি, যার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহমত পোষণ করে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment