যাকাত বিতরণে পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ
সংবাদ বাংলা: গত বছর সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে নয়জনের মৃত্যুর পর এবার সতর্ক হয়েছে প্রশাসন। যাকাত বিতরণে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে পুলিশি সহায়তা নিতে চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করেছে । চট্টগ্রাম নগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামে যাকাত বিতরণে বিপুল সংখ্যক লোক সমাগম হয়। এতে শান্তি শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই ঈদুল ফিতরের আগে যাকাত বিতরণের সময় বিপুল লোক সমাগমের সম্ভাবনা থাকলে বিষয়টি নগর পুলিশের বিশেষ শাখায় জানানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত বছরের ১৪ মে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা (হাঙ্গরমুখ) এলাকার কাদেরীয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে নিহত হয় নয় নারী। ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিক মো. শাহাজাহানের গ্রামের বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর পুলিশের মতো জেলা পুলিশের পক্ষ থেকেও যাকাত বিতরণের আগে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment