যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত হলো বাংলাদেশি তরুণের প্যাটেন্ট
সংবাদ বাংলা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণের নাম শেহজাদ নূর তাউসপ্যান্টেন্ট ‘ইউএস প্যাটেন্টস অ্যান্ড ট্রেডমার্কস’ অফিসের তালিকাভুক্ত হয়েছে। তার ওই প্যাটেন্টের নাম থ্রিডি অবজেক্ট লোকালাইজেশন ফর অবস্টাকল অ্যাভয়ডেন্স ইউজিং ওয়ান-শট সিএনএন। শেহজাদের প্যাটেন্ট প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
গত সপ্তাহে তার এই প্যাটেন্টটি যুক্তরাষ্ট্রের প্যাটেন্টস অ্যান্ড ট্রেডমার্কস অফিসের তালিকায় যুক্ত হয়। শেহজাদ বর্তমানে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় কম্পিউটার সায়েন্স বিভাগে পড়ালেখা করছেন। পাশাপাশি ‘ডিপ লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে কাজ করছেন আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াতে।
শেহজাদের জীবনের প্রথম প্যাটেন্ট অ্যাপ্লিকেশন এটা। শুরুতেই তালিকাভুক্ত হওয়ায় বেশ খুশি তিনি। এ সম্পর্কে এক ফেসবুক স্ট্যাটাসে শেহজাদ লেখেন, আমার জন্য বিশাল একটা দিন। কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment