যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধে ইউরোপ নিরপেক্ষ থাকবে?
মোহাম্মদ রেদওয়ান আতিক: মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধে ইউরোপীয় ইউনিয়ন কোনো পক্ষ নির্বাচন করবে না, গত সপ্তাহে পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ট্যারিফ থেকে এ ইউরোপীয় ইউনিয়নকে যে অস্থায়ী ছাড় নীতি ঘোষনা করেছে তা স্থায়ী হওয়া উচিত বলে মনে করেন এই কর্মকর্তা ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি এবং আর্থিক বিষয়ক কমিশনার পিয়ের মোসকোভিচি বলেন, গত সপ্তাহে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বৈঠকের ব্যপারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনা করা বিষয়গুলির মধ্যে একটি প্রধান বিষয় ছিল ট্যারিফ। মোসকোভিসি জানান, তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব উইলবুর রস, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল, ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্যানুচিন এবং শীর্ষ হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুড্লোর সাথে সাক্ষাত করেছেন।
তিনি একটি সাক্ষাত্কারে বলেন, বাণিজ্য যুদ্ধ যুদ্ধের মত – ধ্বংসাত্মক। “চলমান বিতর্কের মধ্যে আমরা একটি শা্ন্তিপূর্ণ অবস্থান খুঁজে পাব।এর মানে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউর মধ্যে একটি উপায় খুঁজে বের করা অস্থায়ী ছাড় নীতি থেকে বের হয়ে স্থায়ী পদক্ষেপ দিকে অগ্রসর হওয়া।
আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সাথে সক্রিয়ভাবে একটি বেশ গঠনমূলক মনোভাব নিয়ে আলোচনা করছি এবং আমি আশাবাদী যে আমরা ১ মে মধ্যে সিদ্ধান্ত নেব। কারন যুক্তরাষ্ট্র কর্তৃক ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত ট্যারিফ এর অস্থায়ী ছাড় ১মে পর আর কার্যকর থাকবে না। গত মাসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ট্যারিফ এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর ১০ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছিলেন তখন তিনি ইউরোপীয় ইউনিয়নকে আন্তর্জাতিক প্রতিযোগী হিসাবে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে কয়েকটি দেশকে অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে।
ট্রাম্প চীনের পণ্যগুলির ওপর ট্যারিফ ঘোষণা করেছে, বেইজিং কর্তৃক তা প্রতিহত করার জন্য পাল্টা পদক্ষেপ গ্রহন করেছে । এতে একটি বিশ্ব বাণিজ্য যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে।
মোসকোভিসি বলেন, চীনের উচিত একটি সংস্কারের পথে চলা এবং ইস্পাতের অতিরিক্ত উৎপাদন বন্ধ করে সমাধানের পথ তৈরী করা।বাণিজ্য যুদ্ধের পরিবর্তে বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে আলোচনা করা উচিত।ইউরোপ আমেরিকা বা চীন কারো পক্ষ অবলম্বন করবে না। একপক্ষ অবলম্বন করার মানে হচ্ছে নিজেরাও এ যুদ্ধে জড়িয়ে পড়া।অবশ্যই বাণিজ্য ভারসাম্যহীনতা আছে এবং তা দূর করা প্রয়োজন, অবশ্যই সমস্যা আছে এবং তা সমাধান করা প্রয়োজন, তবে টানাপোড়নের মধ্যে দিয়ে নয়। ইউরোপীয় ইউনিয়ন মনে করে এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত। (রয়টার্স অবলম্বনে)
There are no comments at the moment, do you want to add one?
Write a comment