যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ টিকা ঢাকার পথে
সংবাদ বাংলা: মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে বাংলাদেশে করোনার আটটি টিকার অনুমোদন দেওয়া হলো।জুলাইয়ের শুরুতে দেশে চতুর্থ টিকা হিসেবে মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। কোভ্যাক্স থেকে ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে ১ অথবা ২ তারিখে (জুলাই) ঢাকায় এসে পৌঁছবে। এর আগে এই অনুমোদন দেওয়া হলো। যা বাংলাদেশে অনুমোদন পাওয়া আট নম্বর টিকা।
এর আগে পরীক্ষামূলক প্রয়োগের ধাপ পেরিয়ে স্বীকৃতি পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড, রাশিয়ার টিকা স্পুৎনিক ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেকের টিকা এবং জনসনের টিকা ইতোমধ্যে বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। এছাড়া চীনের উদ্ভাবিত একটি টিকা অনুমোদন দেওয়া হয়। যেটি উদ্ভাবন করেছে ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের টিকা। সংক্ষেপে একে আইএমবি ক্যাম্পস বলা হচ্ছে। গত ২৪ জুন ১৮ বছর বা তার বেশি বয়সীদের দেহে টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড দিয়ে দেশে শুরু হয় টিকাদান কর্মসূচী। এপ্রিলে ভারত থেকে এই টিকার নতুন চালান না এলে টিকা দেওয়া স্থগিত করা হয়। পরে চীনের সিনোফার্ম এবং যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের ফাইজারের টিকা এলে দেশে আবার টিকাদান কার্যক্রম শুরু হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment