যৌনতা ও দুর্নীতির কালো ছায়া আফগান প্রেসিডেন্ট প্রাসাদে!
সংবাদ বাংলা: আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানির একজন সাবেক সিনিয়র উপদেষ্টা গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, প্রেসিডেন্টের প্রাসাদে ব্যাপক আকারে দূর্নীতি চলছে। শুধু তাই নয়, কোনো ধরণের সরকারী পদ পেতে হলে সেখানে অশালীন কাজে (যৌনতায়) নিয়োজিত হতে হয়।
আফগান প্রেসিডেন্টের ওই উপদেষ্টার নাম জেনারেল হাবিবুল্লাহ আহমাদেজাই। স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক খুরশিদ টিভিতে এক ইন্টারভিউতে তিনি ওই অভিযোগ করেছেন। আহমাদেজাইয়ের দাবি, আফগান প্রেসিডেন্টের প্রাসাদে ব্যাপক দুর্নীতি বিদ্যমান। সেখানে কিছু ব্যক্তি রয়েছেন যারা অন্যদেরকে দেশের সেবা করতে বাধা দিয়ে থাকেন। তিনি জানান, ব্যাপক এই দুর্নীতির কারণেই প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টার পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ঘানির সাবেক এই উপদেষ্টার ওই অভিযোগের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে দেশটির খনি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী নরগিস ওই অভিযোগের বিষয়ে বলেছেন, মন্ত্রিসভার একজন নারী সদস্য হিসেবে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে, অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি বলেন, আমরা নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পক্ষে কয়েক দশক ধরে অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি।
অন্যদিকে ওই অভিযোগে প্রতিক্রিয়ায় প্রেসিডেন্টের মুখপাত্র শাহ হোসেন মুর্শাজাউই জানান, প্রেসিডেন্ট প্রাসাদের কর্মকর্তা এবং সরকারকে হেয় করতে ওই অভিযোগ আনা হয়েছে। এটা একধরনের ‘সাইকোলজিক্যাল ওয়ার’।
মুর্তাজাউই স্বীকার করেন যে, সরকারী ব্যবস্থার কিছু ঘাটতি রয়েছে। তিনি বলেন, কর্মকর্তা এবং সরকারী প্রতিষ্ঠানগুলোর মানহানি করার চেষ্টা চলছে। এ ধরনের প্রচেষ্টার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেন তিনি। সূত্র : খামা প্রেস
There are no comments at the moment, do you want to add one?
Write a comment