রাজউকের সেবা সপ্তাহে উত্তরা অফিসে আগতদের উপচেপড়া ভিড়
জানুয়ারি ০১
১৯:৩৫
২০২২
সংবাদ বাংলা: রাজধানী উন্নয়ন কতৃপক্ষের (রাজউক) উত্তরা জোনাল অফিসে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী সেবা সপ্তাহে রাজউকে বিভিন্ন কাজে আগত সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার সকালে রাজউকের উত্তরা জোনাল অফিসে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় ৪র্থ তলার বাড়ান্দায় বড় এক টেবিলে ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে সকল সেবা দেওয়া হচ্ছে। এক টেবিলে সকল সেবা পেয়ে বিভিন্ন কাজে আসা লোকজন সন্তষ্টি প্রকাশ করেছেন।
রাজউক উত্তরা জোনাল অফিসের (এষ্টেট ও ভূমি)-২ শাখার উপ পরিচালক নাদিমুল ইসলাম বলেন, গত ২৬ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০৮ টি সেবা গ্রহীতার মাঝে আমরা সেবা দিতে পেরেছি। প্রতিদিনই ১৫০ থেকে ২০০ সেবা গ্রহীতা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তিনি আরও বলেন আমরা বদ্ধপরিকর যে, শুধু সেবা সপ্তাহেই সেবা দিব না, আমার প্রতিদিনই এভাবে সেবা দিব। এই ধারাবাহিকতা চলমান থাকবে। আমি যোগ্য একটা টিম পেয়েছি। আর এ কাজের মাধ্যমে আমরা যথাযথভাবে সেবা দিতে পারবো।
রাজউকের উত্তরা জোনাল অফিসের উপ পরিচালক (এষ্টেট ও ভূমি)-২ নাদিমুল ইসলামের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় উক্ত অফিসের সহ-উপ পরিচালক জুয়েল সেরনিয়াবাত, সহ-উপপরিচালক আসাদুজ্জামান বিশ্বাস, তত্ত্বাবধায়ক বায়জিদ আহমেদ, তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার, কানুনগো সানোয়ার ইসলাম, কানুনগো জাকির হোসেন, উত্তরার বিভিন্ন সেক্টর নিকুঞ্জ ও টঙ্গী এলাকায় দায়িত্বপ্রাপ্ত ডিলিংস কবির হোসেন, আবুল কালাম আজাদ, নারগিস রহমান, জাহাঙ্গীর হোসেন জীকু, গোলাম মোস্তফা, মোজাম্মেল হক, মোক্তার হোসেন, অহিদুল হাবিব চুন্নু, খলিলুর রহমান, ষ্টোর কিপার ফিরোজ আলম, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম এবং চিঠি গ্রহণ ও বিতরণকারী সহ রাজউকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ আন্তরিকতার সহিত নিরলসভাবে আগতদের সেবা দিয়ে যাচ্ছেন।
রাজউকে সেলস পার্মিশনের কাজের জন্য এসে মোসলেম উদ্দিন চৌধুরী বলেন, সেবা সপ্তাহে ওয়ানষ্টপ সার্ভিসে আমি অবিভূত। সবাই আন্তরিকতার সাথে দ্রুত সময়ে আমার কাজ করে দিয়েছে। এরকম আয়োজন যদি প্রতিমাসে করত তাহলে সেবা প্রার্থীদের অনেক কম সময়ে রাজউকের কাজ সম্পন্ন করতে পারতেন।
রাজউকে সেলস পার্মিশনের কাজের জন্য এসে এক নারী সেবা প্রার্থী বলেন, তাদের কাজে আমি সন্তুষ্ট, খুব দ্রুত আমার কাজ হয়েছে।
রাজউকে সেলস পার্মিশনের কাজের জন্য এসে মোসলেম উদ্দিন চৌধুরী বলেন, সেবা সপ্তাহে ওয়ানষ্টপ সার্ভিসে আমি অবিভূত। সবাই আন্তরিকতার সাথে দ্রুত সময়ে আমার কাজ করে দিয়েছে। এরকম আয়োজন যদি প্রতিমাসে করত তাহলে সেবা প্রার্থীদের অনেক কম সময়ে রাজউকের কাজ সম্পন্ন করতে পারতেন।
রাজউকে সেলস পার্মিশনের কাজের জন্য এসে এক নারী সেবা প্রার্থী বলেন, তাদের কাজে আমি সন্তুষ্ট, খুব দ্রুত আমার কাজ হয়েছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment