রাতের আঁধারে জবিতে খালেদা জিয়ার নামফলক উচ্ছেদ
সংবাদ বাংলা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম্বলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ঘোষণার নামফলক রাতের আঁধারে ভাঙচুর করে উচ্ছেদ করছে বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রলীগ কর্মী। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলকটি ভাঙচুর করা হয়। ছাত্রলীগের কর্মীরা নামফলক ভাঙচুর করার সময় বাহ্ মারহাবা বলে উচ্ছাস প্রকাশ করে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, বেগম খালেদা জিয়া জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছেন। এ বিশ্ববিদ্যালয় থেকে বেগম খালেদা জিয়ার নামফলক মুছে ফেলা যাবে না। এর আগেও দুষ্কৃতকারীরা নামফলকটি ভাঙচুর করেছিল। ছাত্রদলের আন্দোলনের প্রেক্ষিতে তা পুনঃস্থাপন করা হয়।
এনিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, তদন্ত সাপেক্ষে যে বা যারা নামফলকটি ভাঙলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নামফলকটি পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে।
১৯৯৫ সালের ২ নভেম্বর বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী থাকাবস্থায় জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা দিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক উন্মোচন করেন। ওই ঘোষণার আলোকে ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে বিলুপ্ত জগন্নাথ কলেজ পাবলিক বিশ্ববিদ্যায় হিসেবে যাত্রা শুরু করে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment