রাশিয়ায় বিশ্বকাপ মুঠোয় নিতে চায় মেসি
মার্চ ২৪
২১:১৯
২০১৮
সংবাদ বাংলা: বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। নজর দিচ্ছেন রাশিয়া বিশ্বকাপে। নিজেদের জন্য এটা শেষ সুযোগ হতে পারে বলে জাতীয় দলে সতীর্থদেরও সতর্ক করে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। পাঁচবার বিশ্বসেরা ফুটবলার মেসি ক্লাব ফুটবলে সবকিছু জিতলেও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জিততে পারেননি। বেশ কয়েকবার সাফল্যের খুব কাছে গিয়েও ডুবতে হয়েছে হতাশায়।
২০০৫ সালে জাতীয় দলে মেসির অভিষেক হওয়ার পর তিন বার কোপা আমেরিকার রানার্স-আপ হয় আর্জেন্টিনা। জার্মানির কাছে হারে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে। বাছাইপর্বে আশানুরূপ খেলতে না পারলেও রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে মেসির আর্জেন্টিনাকে। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
২০০৫ সালে জাতীয় দলে মেসির অভিষেক হওয়ার পর তিন বার কোপা আমেরিকার রানার্স-আপ হয় আর্জেন্টিনা। জার্মানির কাছে হারে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে। বাছাইপর্বে আশানুরূপ খেলতে না পারলেও রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে মেসির আর্জেন্টিনাকে। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment