রাশিয়ায় শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৬৪
মার্চ ২৭
১৮:৪৯
২০১৮
সংবাদ বাংলা: রাশিয়ার একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড ‘অপরাধমূলক অবহেলা’ থেকে ঘটেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনার সময় অগ্নিসংকেত বাজেনি এবং আগুন থেকে বাঁচার জরুরি নির্গমন পথও বন্ধ ছিল। গত রোববার সাইবেরিয়ার কেমেরোভো শহরের একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১০ জন।
ঘটনাস্থল পরিদর্শন করে পুতিন এই ‘অসতর্কতা’র জন্য ভর্ৎসনা করেন। তিনি বলেন, ‘এটি কোনো যুদ্ধ নয় অথবা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণও নয়। লোকজন, শিশুরা এখানে আয়েশ করতে আসে। আমরা হতাহত ব্যক্তিদের নিয়ে কথা বলছি। কী কারণে আমরা তাদের হারালাম? শুধু অপরাধমূলক অবহেলা ও অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে।’
There are no comments at the moment, do you want to add one?
Write a comment