রাস্তায় বের হওয়ার কারণে মতিঝিলে আটক ১৫২
সংবাদ বাংলা: কঠোর লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হওয়ার দায়ে রাজধানীর মতিঝিল এলাকায় ১৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিল এলাকায় অভিযানে তাদের আটক করে মতিঝিল বিভাগের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সরকারি বিধি-নিষেধ পালন না করে মতিঝিল, পল্টন, রামপুরা, খিলগাঁও, মুগদা ও সবুজবাগ এলাকায় যারা অহেতুক কারণে রাস্তায় বের হয়েছেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। এপর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।
এর আগে, শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অহেতুক কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন ট্রাফিক আইন অমান্য করে অহেতুক গাড়ি চালানোর দায়ে ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment