লকডাউনের দ্বিতীয় দিন গ্রেপ্তার ৩২০
জুলাই ০২
১৯:৪৩
২০২১
সংবাদ বাংলা: করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে জারি করা কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকার পুলিশ। শুক্রবার সারাদিনই থেমে থেমে বৃষ্টি ছিল রাজধানীতে। ছুটির দিনে রাস্তায় লোক চলাচলও ছিল আগের দিনের চেয়ে কম। ফলে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্টে কড়াকড়িও কিছুটা শিথিল ছিল আগের দিনের চেয়ে। কিন্তু দিন শেষে দেখা গেল গ্রেপ্তারের সংখ্যা একেবারে কম নয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, গ্র্রেপ্তার ছাড়াও ভ্রাম্যমাণ আদালত ২০৮ জনেকে জরিমানা করেছে। আর পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানা করেছে ৬৮টি গাড়িকে। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ঢাকার রাস্তায় গ্রেপ্তার করা হয় ৫৫০ জনকে। তারা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছিলেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment