লেখক সম্মাননা পেলেন এম মামুন হোসেন
সংবাদ বাংলা: ‘কালো জল’ বইয়ের জন্য দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার এম মামুন হোসেন এ বছর ডিআরইউ সদস্য লেখক সম্মাননা পেয়েছেন। সোমবার লেখক সম্মাননা-২০২১ প্রদান করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। চলতি বছর প্রকাশিত সৃজনশীল, মননশীল, শিশুসাহিত্য ও গবেষণামূলক বইয়ের জন্য সংগঠনের জন সদস্য লেখককে এ সম্মাননা দেওয়া হয়। ডিআরইউ মিলনায়তনে এই সম্মাননা লেখকদের হাতে তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে ৩২ জন লেখক সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় প্রদান করা হয়।
সভাপতি মুরসালিন নোমানী সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসান হাফিজ, সিরাজুল ইসলাম কাদির, প্রণব মজুমদার, জান্নাতুল বাকিয়া কেকা।
প্রধান অতিথির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা ভাষা এবং বিশ্ব সাহিত্যের নেতৃত্ব দেবে বাংলাদেশ। লেখালেখিতে সাংবাদিকদের অবদানের কথা স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সাহিত্য চর্চায় আমি সাংবাদিকদের কাছ থেকে শিখেছি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment