শর্তসাপেক্ষে মিন্নির জামিন
সংবাদ বাংলা: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনে থাকা অবস্থায় তাঁর বাবার জিম্মায় থাকবেন। মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। ব্যত্যয় ঘটলে তাঁর জামিন বাতিল হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন।
রায়ে আদালত বলেন, এজাহারে আসামির নাম না থাকায়, গ্রেপ্তারের আগে অনেক সময় ধরে পুলিশ লাইনে আটক, যে প্রক্রিয়ার গ্রেপ্তার, রিমান্ড শুনানির সময় আইনজীবী নিয়োগের সুযোগ না দেওয়া, জবানবন্দির আগেই আসামির দোষ স্বীকার নিয়ে এসপির বক্তব্য, তদন্তকারী কর্মকর্তার মতে তদন্ত শেষ পর্যায়ে, সুতরাং আসামির পক্ষে তদন্ত প্রভাবিত করার সুযোগ না থাকায় ও ফৌজদারি কার্যবিধি ৪৫৭ ধারার ব্যতিক্রম, অর্থাৎ আসামি একজন নারী, সে বিবেচনায় তাঁর জামিন ন্যায়সংগত বলে মনে করছি।’
মিন্নির জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের ওপর শুনানি গতকাল বুধবার শেষ হয়। শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য আজ (বৃহস্পতিবার) দিন রেখেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ রায় দিলেন আদালত। গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে।
ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাঁকে রামদা দিয়ে কোপাচ্ছেন। ঘটনার দিন থেকেই নিখোঁজ হন তাঁরা। ছয় দিন পর গত ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। পরে রিফাত ফরাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এই মামলায় রিফাত শরীফের স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আয়শা জামিন চেয়ে আবেদন করলে গত ২১ জুলাই বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তা নাকচ হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment