শাবির ওয়েবসাইট হ্যাক
সংবাদ বাংলা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকারের করা হয়েছে। বুধবার রাত ১২টার পর থেকে ওয়েবসাইটির নিয়ন্ত্রণ নিয়েছেন একজন হ্যাকার, যিনি ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ক্লোজড গ্রুপেরও সদস্য।
রাতে ‘আমরা সাস্টিয়ান’ নামের ওই ফেইসবুক গ্রুপে ‘লুলয সেক’ নামের আইডি থেকে এক পোস্টে বলা হয়, “সিকিউরিটি? দ্যাটস অ্যান ইলিউশন! অফিসিয়াল ওয়েবসাইট অব সাস্ট হ্যাজ বিন টেইকেন ডাউন।” নিজের পরিচয় হিসেবে তিনি শুধু লিখেছেন- এসডব্লিউই-১৭।
ফেসবুকে ওই পোস্ট আসার পর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় প্রচ্ছদপটে দাবার গুটির ছবি, তার ওপরে ইংরেজিতে লেখা হ্যাকারের বার্তা। “হেই সাস্ট! বিল্ড এ বাঙ্কার, মে বি? ইউ আর নট সিকিউরড এনিমোর.” এরপর লেখা হয়েছে- “রিমেমবার মি, আই ওয়ানস টুক ইউ ডাউন। এসডব্লিউই-২০১৭-১৮।”
এর আগে ২০১৫ সালে আরেকবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আক্রান্ত হয়েছিল।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment