শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে সেমিনার
সংবাদ বাংলা: শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অন ইয়ুথ অ্যাক্সিলেন্স অ্যান্ড সাপোর্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সোনাগাজী সমিতি-ঢাকা শিক্ষা বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। সংগঠনের সহ-সভাপতি সদরুদ্দীনের সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন সোনাগাজী সমিতির সভাপতি লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ নেতৃত্বের গুণাবলী, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উলাহ ব্যাংকিং ক্যারিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন নৈতিকতা ও মানবিক গুণাবলী, যুগ্ম সচিব মো. মাহবুব হক বিসিএস প্রস্তুতি, ব্যবসায়ী নাজমুল করিম দুলাল উদ্যোক্তা উন্নয়ন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. ওমর ফারুক সময় ও পরিবর্তনের সমন্বয় নিয়ে আলোচনা করেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment