শিল্পকলা একাডেমিতে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান বুধবার
সংবাদ বাংলা: শাস্ত্র যাই বলুক মনের কথা সুর দিয়ে প্রকাশ করাই সঙ্গীত। সে হোক যন্ত্র, মন্ত্র, কন্ঠ কিংবা নৃত্যের মাধ্যমে। সঙ্গীতের উৎপত্তি মানব সৃষ্টির মতই অজানা। কখন কোথায় এ রহস্য আজও উন্মোচিত হয়নি। কোনটা কার আগে সৃষ্টি তার সঠিক তথ্য আজও মেলেনি। কিন্তু সৃষ্টিতত্ব অজ্ঞাত থাকলেও রয়েছে এর ধারাবাহিকতা। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করতে যাচ্ছে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান।
অনুষ্ঠানে শাস্ত্রীয় কন্ঠসংগীত পরিবেশন করবেন শিল্পী সানি জুবায়ের ও প্রিয়াংকা গোপ এবং শাস্ত্রীয় গৌড়ীয় নৃত্য পরিবেশন করবেন র্যাসেল এগনেস প্যারিস প্রিয়াংকা। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
ধারাবাহিকতার আদলে উদ্ভব হয়েছিল সঙ্গীত ও নৃত্যের নতুন নতুন ধারা ও রূপ। বাংলাদেশের সংস্কৃতির ধারাকে অব্যহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত, নৃত্য, চার‚কলা, নাটক, বাঁশী, দোতারা, বেহালা, সরোদ, সেতার, স্টাফনোটেশন, অর্কেস্ট্রা মিউজিক ও পিয়ানো বাদনসহ প্রশিক্ষণ প্রদান করে আসছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment