শিল্প মালিকদের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার পাঠ্যসূচি
সংবাদ বাংলা: টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিল্প মালিকরা কারিগরি শিক্ষার পাঠ্যসূচি নির্ধারণ করবে। সেই অনুযায়ী পাঠ্যসূচি তৈরি করা হবে; যাতে কারিগরি শিক্ষায় পাস করে কেউ বেকার না থাকে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কারিগরি শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীগের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানিত মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র অপারেসন্স অফিসার ড. মোখলেছুর রহমান এবং আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, দেশে কারিগরি শিক্ষার প্রসারে প্রতি উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আরো ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ৮টি মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। তিনি বলেন, শিক্ষা আমাদের অগ্রাধিকার, কিন্তু কারিগরি শিক্ষা হলো অগ্রাধিকারের অগ্রাধিকার। বর্তমান সরকার স্কুল থেকে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার অনেক কমিয়ে এনেছে। মেয়েদের শিক্ষায় আমাদের সরকার ব্যাপক সাফল্য অর্জন করেছে। অতীতে কারিগরি শিক্ষাকে মর্যাদার চোখে দেখা হত না, কিন্তু এখন মেয়েরাও কারিগরি শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরানিত করে ভিশন ২০২১ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কারিগরি শিক্ষায় ১৪ শতাংশের অধিক শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছি। সরকার এই হার ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment