শোকে স্তব্ধ রূপগঞ্জ
সংবাদ বাংলা: ভয়াবহ আগুনে ৫২ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। নিখোঁজ রয়েছেন অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির খাদ্যপণ্য উৎপাদনের কারখানায় আগুন লাগার সময় ভবনের বিভিন্ন তলা ও সিঁড়ির গেট বন্ধ ছিল। শ্রমিকদের অভিযোগ, গেট তালাবন্ধ রাখার কারণে মৃত্যু বেড়েছে। নিহতের স্বজনরা এ ঘটনায় কারখানার মালিকসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন। ঘটনা তদন্তে ৩টি কমিটি করা হয়েছে।ভবনটির পঞ্চম তলায় প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও হতাহতের সংখ্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত এক থেকে তিন তলা পর্যন্ত আগুন লাগে। পরে চার তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। লাশ বেশিরভাগ চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ শ্রমিকদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও উত্তেজিত জনতা। ঘটনা নিয়ন্ত্রণে আনতে শুক্রবার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে জেলা প্রশাসন। তবে লাশ পেতে দিনভর কারখানার সামনে অবস্থান করেছেন নিহতের স্বজনরা। সে সময় তারা কান্নায় ভেঙে পড়েন এবং আহাজারি করতে থাকেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভবনটিতে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট কাজ করে শুক্রবার দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় টানা প্রায় চব্বিশ ঘণ্টা সময় ধরে কাজ করেছেন তারা। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই কারখানায় উদ্ধার তৎপরতা চালানো হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment