সপ্তম বারের মতো নিউইয়র্ক বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক জহিরুল আবেদীন জুয়েল
সংবাদ বাংলা: নিউইয়র্ক বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর প্রকাশক জহিরুল আবেদীন জুয়েল এসে পৌছেছেন ১১ জুন। তাকে বইমেলার পক্ষ থেকে স্বাগত জানিয়েছে আয়োজকরা। জুয়েল শুধু নিজেই আসেননি, এনেছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশ এর দুর্লভ সকল গ্রন্থ।
জহিরুল আবেদীন জুয়েল-এর জন্ম ১৯৭৯ সালের ২৯ ডিসেম্বর, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করলেও সর্বশেষ দৈনিক বাংলার বাণী পত্রিকা বন্ধ হলে তিনিও সাংবাদিকতার ইতি টানেন। কিন্তু লেখালেখি তার পিছু ছাড়েনি, প্রকাশ অব্যাহত রাখেন তার সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘ইত্যাদি’র। ২০০৩ সালে লিটলম্যাগ ইত্যাদি-ই হয়ে উঠে প্রকাশনা সংস্থা ইত্যাদি গ্রন্থ প্রকাশ। সঙ্গে যুক্ত করেন বন্ধু আদিত্য অন্তরকে। বাংলাদেশের অধিকাংশ বিশিষ্ট লেখকদের বই প্রকাশ করে ইতিমধ্যে যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন। ২০০৩ থেকে শুরু করে ২০১৯ সাল– দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময়ে নানামুখী প্রকাশনার জন্য তার প্রকাশনা সংস্থা ইত্যাদির অর্জনও অনেক। বাংলা একাডেমি কর্তৃক ২০০৯ সালে সেরা মানের গ্রন্থ সম্মাননা ও ২০১১ সালে সর্বাধিক মানসম্মত বই প্রকাশের জন্য শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার। এবং দর্শনবিষয়ক গ্রন্থ প্রকাশের জন্য বাঙলার পাঠশালা সম্মাননা ২০১৫ বিশেষভাবে উল্লেখযোগ্য। ইত্যাদি প্রকাশিত বইয়ের জন্যেও এইচএসবিসি কালি ও কলম কলম তরুণ লেখক পুরস্কার ২০১১; ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০১১; জেমকন সাহিত্য পুরস্কার ২০১৩; কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০১৫ এবং বাঙলার পাঠশালা সরদার ফজলুল করিম দর্শন পদক ২০১৫ উল্লেখযোগ্য। তার প্রকাশনা সংস্থা দেশ-বিদেশের বিভিন্ন বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করছেন। ২০০৪ সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা এবং দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বইমেলাতে রয়েছে ইত্যাদি’র নিয়মিত অংশগ্রহণ। এ ছাড়া ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমেরিকার নিউইয়র্ক বইমেলা; ২০১২, ২০১৩ সালে লন্ডনে আয়োজিত বাংলা একাডেমি বইমেলা এবং ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালে লন্ডন বইমেলা এবং ২০১৪ সালে আগরতলা বইমেলায় অংশগ্রহণ করেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment