সব খারাপ থেকে মেয়েকে রক্ষা করুন সানি লিওনের বার্তা

সংবাদ বাংলা: কাঠুয়া এবং উন্নাও ধর্ষণ কাণ্ডে উত্তাল গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানিয়েছেন বহু সেলেব। এ বার সেই তালিকায় এলেন সানি লিওন। সম্প্রতি মেয়ের সঙ্গে নিজের একটি ছবি ওয়েব দুনিয়ায় পোস্ট করেন সানি। তিনি লেখেন, ‘আমি আমার সবটুকু দিয়ে প্রতিজ্ঞা করছি তোমাকে সব খারাপ থেকে রক্ষা করব। এর জন্য আমায় যদি প্রাণ দিতে হয় তাতেও আমি প্রস্তুত। শিশুরা যেন সব খারাপ থেকে নিজেদের সুরক্ষিত মনে করতে পারে সেটা আমাদেরই দেখতে হবে। আসুন আমরা শিশুদের আরও আঁকড়ে ধরি। সব কিছু দিয়ে ওদের রক্ষা করি।’
২০১৭-এর জুলাইয়ে শিশুকন্যা নিশাকে দত্তক নেন সানি এবং ড্যানিয়েল। চলতি বছরে দুই শিশুপুত্রকে দত্তক নিয়েছেন এই দম্পতি। সানি এর আগেও প্রকাশ্যে শেয়ার করেছিলেন, মেয়ে হিসেবে যে আঘাত তিনি সমাজের কাছ থেকে পেয়েছেন তা যেন কোনও ভাবেই তাঁর সন্তানদের স্পর্শ করতে না পারে তার খেয়াল রাখবেন তিনি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment