সমরাস্ত্র কারখানায় নিয়োগ দেওয়া হবে ১৩১ জন
সংবাদ বাংলা: ১৪ পদে মোট ১৩১ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা bof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে চারজন।প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
গেইট ইন্সপেক্টর নেওয়া হবে তিনজন। আগ্রহীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড বা ইন্সটিটিউট থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে ১৪ জন।গোডাউন কিপার নেওয়া হবে তিনজন।ড্রাইভার নেওয়া হবে ছয়জন। স্কীল্ড টেকনিশিয়ান দুইজন নেওয়া হবে। তিনজন নেওয়া হবে টেকনিশিয়ান।মেডিকেল অ্যসিস্ট্যান্ট দুইজন নেওয়া হবে।
জুনিয়র টেকনিশিয়ান পদে নেওয়া হবে ৫৮। ফায়ারম্যান পদে তিনজন, কনিক্যাল হেলপার পদে ২২ জন, দাড়োয়ান/গেইট গার্ড দুইজন, লেবার পাঁচজন এবং ক্লিনার পারবেন পদে নেওয়া হবে চারজন।
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment