সারাদেশে মাদরাসাগুলোতে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ
সংবাদ বাংলা: দেশের সব মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালনে নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এ ছাড়াও মাদরাসাগুলোকে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিচারণ, আলোচনা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে। যেসব মাদরাসা সরকারের এ নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ২৫ মার্চ মাদরাসায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। এ উপলক্ষে একই দিন ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করতে হবে। পরদিন ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে এ নির্দেশনায় বলা হয়েছে। এদিন সকালে দেশের সব বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ক্রীড়া অনুষ্ঠানেও মাদরাসাগুলোর শিক্ষার্থীদের অংশ নিতে হবে। এ ছাড়া জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল ম্যাচ অথবা দেশীয় খেলার আয়োজনের কথাও বলা হয়েছে।
এ প্রসঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফউল্ল্যা বলেন, স্বাধীনতা দিবসকে সম্মানের সাথে উদযাপন করতে হবে। সব মাদরাসায় এ নির্দেশনা পালন করতে হবে। কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment