সার্ভার সচল হলে প্রবাসীদের টিকা নিবন্ধন শনিবার
সংবাদ বাংলা: সার্ভার জটিলতায় টিকা নিবন্ধনের প্রথম দিনেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক বিদেশযাত্রীর। লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে নিবন্ধন করতে আসা প্রবাসীরা এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সার্ভার সচল হলে শনিবার থেকে সৌদি ও কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিবন্ধনের ব্যবস্থা করা হবে।
জানা গেছে, ঘোষণা অনুযায়ী প্রবাসীদের টিকা কার্যক্রমের আওতায় আনতে প্রতি জেলায় জনশক্তি অফিসে শুক্রবার থেকে রেজিস্ট্রেশনের সময় দেয় সরকার। সকাল ৯টায় নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি সার্ভারে দেখা দেয় জটিলতা।
পাসপোর্ট ও ভিসার কপি দিয়ে সার্ভারে নিবন্ধন করতে ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ে পে করেন অনেকে। কিন্তু সার্ভার জটিলতায় নিবন্ধন সম্পন্ন না হওয়ায় উপস্থিত বিদেশগামীদের শুরু হয় হট্টগোল। ভিসার মেয়াদ দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাবে অনেকের- তাই চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। পরে প্রবাসীকল্যাণ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় তথ্য জটিলতায় টিকা নিতে আসা প্রবাসীরা তাদের বহুমুখী ভোগান্তির কথা জানান। প্রবাসীরা বলেন, রেজিস্ট্রেশন অফিসের কোনো ব্যবস্থাপনাই ঠিক নেই। একজনের কাছে গেলে অন্যজনকে দেখিয়ে দেন। তিনি আবার আরেকজনের কাছে যেতে বলেন।
এদিকে মন্ত্রণালয় জানায়, প্রচুর মানুষ একসঙ্গে আবেদন করায় টেকনিক্যাল সমস্যায় এই সাময়িক ভোগান্তি। ঢাকা ও গাজীপুর জেলার প্রবাসীদের ইস্কাটনে এসে নিবন্ধন করতে হবে অথবা প্রবাসী অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। এছাড়া নিজ নিজ জেলা থেকে প্রবাসীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম বলেন, সবাই যদি একদিনে আসেন তাহলে কাজ হবে না। সার্ভার কাজ করছে না। এজন্য আপনারা যেটা করবেন আমরা একটা সিডিউল করে দিচ্ছি। এখন যেটা হবে সেটা শুধু ফাইজারের জন্য হবে। কুয়েত ও সৌদিগামী যারা আছেন রিটার্নিং, তারা আগে আসবেন। বাকিরা পরে আসবেন। সিডিউল কালকের (শনিবার) মধ্যে আমরা করে দিচ্ছি।
অন্যদিকে, চট্টগ্রামে নিবন্ধন শুরু হওয়ায় তথ্য জটিলতার কারণে অ্যাপের মাধ্যমে করোনার টিকা রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে পড়েন প্রবাসীরা।
সিলেট : সিলেটেও করোনা টিকার নিবন্ধনে বিড়ম্বনার শিকার বিদেশগামীরা। বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকালে অনেকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গেলেও সংশ্লিষ্টরা হাজির হয়েছেন ১১টায়। এতে সকাল ৯টার পরিবর্তে নিবন্ধন শুরু হয় বেলা ১১টার পর। এ নিয়ে চরম ক্ষুব্ধ বিদেশ গমনেচ্ছুরা।
তবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেনের দাবি, ইন্টারনেট নেটওয়ার্কের সমস্যার কারণেই নিবন্ধন প্রক্রিয়া দেরি হয়েছে। সংশ্লিষ্টরা ১১টায় নয়, এর আগেই অফিসে ছিলেন। কার্যালয়ে স্থান সংকট থাকায় ও করোনাকালীন নিরাপদ দূরত্ব বজায় রাখতেই গেট বন্ধ রাখা হয়েছিল।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment