সিআইডি’র প্রধান হলেন অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম
সংবাদ বাংলা: অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে নৌ-পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দফতরে ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment