সোশ্যাল মিডিয়ার কথায় বিদ্যালয় বন্ধ হবে না: শিক্ষা উপমন্ত্রী
সংবাদ বাংলা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সোশ্যাল মিডিয়ার কথা শুনে আমরা রাষ্ট্র চালাবো না। ডেঙ্গুর কারণে বিদ্যালয়গুলোও বন্ধ করা হবে না। বরং বাসা-বাড়ির চেয়ে বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ বলে মন্তব্য করেন তিনি। সোমবার সকালে পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগে আমাদের জন্য ম্যালেরিয়া বড় চ্যালেঞ্জ ছিল। সেটি আমরা মোকাবেলা করেছি। ডেঙ্গুও মুক্ত হবে। আর স্কুল বন্ধ রাখার যে দাবি উঠছে সেটা কতটুকু অভিভাবকদের পক্ষ থেকে আর কতটুকু গুজব ছড়ানোর মানসিকতা থেকে তা নিশ্চিত নই। বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা এখনো ভাল আছে। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, তারা বন্ধ করবে না। শিক্ষা মন্ত্রণালয়ও সিদ্ধান্ত নিয়েছি বিদ্যালয়গুলো বন্ধ করবো না। তিনি বলেন, কোনো সায়েন্টেফিক প্রমাণ নাই যে বিদ্যালয়গুলোতেই এডিস মশা ডেঙ্গু ছড়াচ্ছে। এ নিয়ে প্যানিক সৃষ্টি করার কোনো সুযোগ নাই। বাসাবাড়িতে মশা সৃষ্টি হচ্ছে। সুতরাং বাসা বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঘুমানোর সময় মশারী ব্যবহার করতে হবে।
ডিআরইউ’র সেবামূলক কর্মকান্ডের আওতায় সংগঠনের প্রয়াত সদস্য সন্তানদের মাঝে ‘শিক্ষা বৃত্তি-২০১৯’ প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার বলেন, ডিআরইউর বিভিন্ন কার্যক্রমের সাথে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ কল্যাণ সম্পাদক কাওসার আজম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রয়াত সফিউল আলম রাজার ছেলে মো. শাহরু মোস্তাকি ও তৌফিক উদ্দিনের মেয়ে নুসরাত তৌফিক। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত পথিক সাহার ভগ্নিপতি সাংবাদিক আশীশ কুমার দে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment