স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যুর অভিযোগ
সংবাদ বাংলা: চট্টগ্রামে যৌতুকের জন্য স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মারা যাওয়া ছাত্রীর নাম মাহমুদা খানম ওরফে আঁখি। তিনি নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবির শিক্ষার্থী ছিলেন। মাহমুদার স্বামীর নাম আনিসুল ইসলাম। তিনি পেশায় আইনজীবী। মাহমুদার মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে গতকাল রোববার রাতে নগরের চাঁদগাঁও থানা একটি মামলা করেন। এ হত্যা মামলায় আনিসুলকে আসামি করা হয়েছে।
চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান আজ সোমবার বলেন, মাহমুদার ভাই নিজামের করা মামলায় আসামি আনিসুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তিনি বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে মাহমুদার খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে তাঁর মৃত্যু হয়েছে। নির্যাতনের কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মাহমুদার ভগ্নিপতি আবুল কালাম অভিযোগ করে বলেন, দুই বছর আগে আনিসুলের সঙ্গে মাহমুদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁকে নির্যাতন করে আসছিলেন স্বামী। গতকাল নির্যাতনের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহমুদা। তাঁকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি মইনুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, নির্যাতনে খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়ে মাহমুদার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। এ ঘটনায় আসামি আনিসুলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment