সড়কে মৃত্যুর মিছিল
সংবাদ বাংলা: দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। কিন্তু ভয়াবহ এ দুর্ঘটনাগুলো কেন হচ্ছে কারা এ জন্য দায়ী তা শনাক্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ ও তৎপরতা চোখে পড়ছে না। দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার কারণেই এর পুনরাবৃত্তি হচ্ছে। যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণেই এ দেশের মানুষ আপনজন হারিয়ে চোখের পানি ঝরাচ্ছে আর নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। সড়কে দুর্ঘটনার জন্য দায় কী শুধু চালকের? পথচারি, পরিবহণ যাত্রী কিংবা সরকারি কর্তৃপক্ষের কোনো দায় নেই! অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা দরজায় হ্যান্ডেল ধরে ঝুলে থাকা; এগুলো কী নিজের জীবনকে বিপন্ন করে তোলা না? এমন প্রশ্ন করতে থাকলে তার শেষ হবে না। আমরা আর সড়কে মৃত্যু চাই না। নিরাপদ হোক সবার গন্তব্য। সংবাদ বাংলা’র পাঠকের জন্য রাজধানীর বিভিন্ন সড়কপথের ছবি তুলেছেন শেখ ফেরদৌস।
সড়কে যানবাহন চলাচলের কোনো শৃঙ্খলা নেই। ছবি: শেখ ফেরদৌস
কোলে ছোট্ট শিশু; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন এই নারী। ছবি: শেখ ফেরদৌস
ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। ছবি: শেখ ফেরদৌস
ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। ছবি: শেখ ফেরদৌস
ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। ছবি: শেখ ফেরদৌস
কেউ কোনো আইন মানে না। ছবি: শেখ ফেরদৌস
সড়ক বিভাজনের উপর দিয়ে চলছে যানবাহন। ছবি: শেখ ফেরদৌস
চলাচলের সময়ে ‘মোবাইলে কথা বলা’ ঠিক নয়। যেকোনো সময়ে ঘটে যেতে পারে বড় দূর্ঘটনা। ছবি: শেখ ফেরদৌস
কোনটা গুরুত্বপূর্ণ বেঁচে থাকা, না বাসে চড়া? ছবি: শেখ ফেরদৌস
There are no comments at the moment, do you want to add one?
Write a comment