হারপিক বা ব্লিচিং পাউডারে এডিস মশা মরে না

আগস্ট ০১
২০:৩৯
২০১৯
সংবাদ বাংলা: হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে এডিস মশা ধ্বংস করা যায় না বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু এতে মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment