১০ পোশাক কারখানাকে সেফটি পুরস্কার দেয়া হবে
সংবাদ বাংলা: এ বছর ১০টি পোশাক কারখানাকে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষার উত্তম চর্চা পুরস্কার প্রদান করা হবে। আগামী ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচিত প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করবেন। গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার প্রবর্তনবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. শামসুজ্জজামান ভূঁইয়া, অতিরিক্ত সচিব আশরাফ শামিম, বিজিএমইএর পরিচালক মো. সাইফুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ইমপ্লায়ার্স ফেডারেশনের মহাসচিব মো. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথমবারের মতো বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোতে যেখানে ৫ হাজার শ্রমিক এবং বিকেএমইএর সদস্যভুক্ত কারখানা যেখানে ২ হাজার শ্রমিক নিয়োজিত, তাদের মধ্য থেকে ১০টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হবে। পুরস্কার পাওয়ার জন্য নির্দিষ্ট ছকে আবেদন করতে হবে। পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হবে।
আইন নির্ধারিত কর্মঘণ্টা অনুসৃত হয় কিনা, শ্রমিকের মৃত্যু, ছাটাই, ডিসচার্জ, অবসান, স্বেচ্ছাবসান, অবসর বা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে, চাকরি ছেদজনিত প্রাপ্য পাওনাগুলো আইন মাফিক পরিশোধ করা হয় কিনা, আইন মোতাবেক নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি প্রদানসহ মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয় কিনা, শারীরিক মানসিক বা যৌন হয়রানির ক্ষেত্রে অভিযোগ আনয়নের কোনো কার্যকর ব্যবস্থা রয়েছে কিনা তা দেখা হবে। এ ছাড়া বিধি মোতাবেক শিশু কক্ষ আছে কিনা, প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত কিনা, পর্যাপ্ত আলো বাতাস সহনীয় শব্দের মাত্রা এবং আরামদায়ক উষ্ণতা রক্ষণাবেক্ষণ করা হয় কিনা, বিধান মোতাবেক প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেয়া হয় কিনা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আইনানুগ সুবিধা অগ্রাধিকার প্রদান করা হয় কিনা, কারখানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিধান মোতাবেক আছে কিনা তা দেখা হবে।
সভায় আরো বলা হয়, কারখানায় সেইফটি কমিটি রয়েছে কিনা, পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সংক্রান্ত কোনো উদ্বুদ্ধকরণ এবং চিত্ত বিনোদনের জন্য সুনির্দিষ্ট কোনো কর্মসূচি আছে কিনা এসব বিষয়গুলোর আলোকে এ পুরস্কারের জন্য সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে। এ বছর পরীক্ষামূলকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী বছর থেকে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সব সেক্টর থেকে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে। আগামী ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচিত প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করবেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment