৩৭তম বিসিএসে নিয়োগ আরও ১১৩ জন
সংবাদ বাংলা: ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে ১১৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার প্রথম শ্রেণির পদে ১৫ জন এবং দ্বিতীয় শ্রেণির পদে ৯৮ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে কমিশন। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ [সংশোধিত বিধিমালা-২০১৪] বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ প্রদান করে পিএসসি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন জানিয়েছেন, ৩৭তম বিসিএস থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য ২ হাজার ২৬২ জন প্রার্থী আবেদন করেছিলেন। তার মধ্যে প্রথম শ্রেণির পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির পদে ৯৮ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে কমিশন। ফলাফল কমিশনের ওয়েবসাইটে (http://bpsc.gov.bd) পাওয়া যাবে। ৩৮তম বিসিএস ফলাফল প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার আলোকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আরও সুপারিশ করা হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment