৪০তম বিসিএসে পাস ২০ হাজার ২৭৭
সংবাদ বাংলা: ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করছেন ২০ হাজার ২৭৭ জন চাকুরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার প্রকাশিত এই ফলাফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (http://bpsc.gov.bd) পাওয়া যাবে। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।
বিসিএসের ইতিহাসে সর্বাধিক ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন চাকরিপ্রত্যাশী অংশ নেওয়ার জন্য আবেদন করেন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পাস করেছেন। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। যথাসময়ে লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ৩৮ তম ও ৩৯ তম বিসিএসের কাজের পাশাপাশি এই বিসিএসের ফল তৈরি করা হয়েছে। সব কিছু সঠিক ভাবে যাচাই বাছাই করতে কিছুটা বেশি সময় লেগেছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment