সিরিয়ার আইএস ঘাঁটিতে বিমান হানা ইরাকের
সংবাদ বাংলা: সিরিয়ার আইএস ঘাঁটিতে বৃহস্পতিবার বিমান হানা চালাল ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী হায়দর আল–আবাদির দপ্তর জানিয়েছে, ইরাকের অঞ্চলের সুরক্ষার খাতিরেই এই বিমান হানা। এদিন স্থানীয় সময় সকালে ইরাকি এফ–১৬ যুদ্ধবিমান সিরিয়া সীমান্ত অতিক্রম করে আইএস–এর ঘাঁটিগুলিতে অভিযান চালায়। তাদের সহযোগিতা করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সেনাবাহিনীও।
দিওয়ানিয়া প্রদেশে ভোট প্রচারে গিয়ে বিমান হানার সাফল্যের জন্য বিমান সেনার প্রশংসা করে আবাদি প্রতিশ্রুতি দেন বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের। মৃত সেনাদের পরিবারের দেখভাল করা এবং জমি দান করে তাদের সুরক্ষিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন আবাদি। তবে নির্বাচনী প্রচারের জন্য আপাতত সেই প্রক্রিয়া স্থগিত রয়েছে বলে জানান তিনি। চলতি মাসের শুরুতেই আবাদি বলেছিলেন, আইএস জঙ্গিদের নিকেশ করতে তার সেনাবাহিনী যাবতীয় কড়া পদক্ষেপ নেবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment