এবার বাসে ঢাকা টু কাঠমান্ডু
সংবাদ বাংলা: এবার সড়ক পথে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়া যাবে। নেপালের সঙ্গে সড়ক যোগাযোগ চালুর লক্ষ্যে পরীক্ষামূলকভাবে আগামী ২৩ এপ্রিল ঢাকা থেকে বাস ছাড়বে কাঠমান্ডুর উদ্দেশে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল-বিবিআইএন মোটরযান চলাচল চুক্তির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া জানিয়েছেন।
ঢাকা থেকে যাত্রা করে পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুঁড়ি যাবে বাস, সেখান থেকে নেপালের কাকরভিটা হয়ে কাঠমান্ডু পৌঁছাবে। হাজার কিলোমিটার দূরত্বের এই পরীক্ষামূলক যাত্রায় দুই দিন সময় নিলেও বাণিজ্যিক যাত্রায় সময় আরও কম লাগবে বলে মনে করছেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ। পরীক্ষামূলক যাত্রায় শ্যামলীএনআর পরিবহনের দুটি বাস যাবে।
গত ২৭ মার্চ কলকাতায় এ বিষয়ে একটি বৈঠক হয়। বাংলাদেশের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, নয়া দিল্লি ও কাঠমান্ডু থেকে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ম্যানিলা থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে ওই বৈঠকের আলোচনায় অংশ নেন। সেখান থেকেই আগামী ২৩ এপ্রিল ঢাকা-কাঠমান্ডু পরীক্ষামূলক বাস চলাচলের সিদ্ধান্ত হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment